অন্যান্য

ভর্তির লটারিতে মেয়েটির নাম এলো ছেলেদের স্কুলে, দায় নিচ্ছে না কেউ, ভর্তিও অনিশ্চিত

১৩ বছর বয়সী কিশোরী উ ছেনু রাখাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিল কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কিন্তু লটারিতে তার নাম এসেছে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটে। ছেলেদের স্কুলে মেয়ের নাম আসায় সরকারি স্কুলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছোট্ট মেয়েটির। এ অবস্থায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েই তার ভর্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তার পরিবার।

জানা গেছে, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ করেন উ ছেনু রাখাইনের মা হ্লা হ্লা ওয়ান। কিন্তু গত ১১ জানুয়ারি লটারিতে তার নাম চলে আসে ছেলেদের স্কুলের তালিকায়।

লটারিতে নাম আসায় উ ছেনু রাখাইনের মা হ্লা হ্লা ওয়ান তার মেয়েকে বালক বিদ্যালয়েই ভর্তি করাতে চাইলে স্কুল কর্তৃপক্ষ অপরাগতা জানায়। অপরদিকে এ বিষয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষও উ ছেনু রাখাইনের পরিবারকে সাফ জানিয়ে দিয়েছে, এ নিয়ে তাদের করার কিছু নেই। মেয়েটি এ বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না।

উ ছেনু রাখাইনের মা হ্লা হ্লা ওয়ান বলেন, ‘আমি একটি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে ফরম পূরণ করেছি। সেখানে কোনো ভুল ছিল না। আমার মেয়ের নামও লটারিতে উঠেছে। তাই মেয়েকে ভর্তি করাতে আমি জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর সহায়তা চাই।’

বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথে হ্লা রাখাইন বলেন, ‘কক্সবাজার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা কোটা রয়েছে। কিন্তু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কোনো কোটা নেই। আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের সন্তানেরা কি সরকারি স্কুলে পড়ার সুযোগ পাবে না?’

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন বলেন, ‘বিষয়টি দুর্ভাগ্যজনক। আবেদনকারী অভিভাবকের আরও সচেতন হওয়া উচিত ছিল। বিষয়টি এখন উর্ধ্বতন কর্তৃপক্ষ সমাধান করতে পারবেন।’

কক্সবাজার সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, ‘আমাদের স্কুল ছেলেদের। এখানে মেয়েদের ভর্তির সুযোগ নেই। তাছাড়া এটি আমাদের কোনো ভুল না। আবেদনকারীর অভিভাবক ভুল করতে পারেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।’ সুত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *