ফেনী

ফেনীতে ‘কিশোর গ্যাং’ দমনে হার্ডলাইনে আইনশৃঙ্খলা বাহিনী

ফেনী শহরের বিভিন্ন এলাকায় তারা কিশোর, তরুণ ও যুবক হিসেবে পরিচিত তারা। স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি পড়–য়া এসব কিশোররা আধিপত্য বিরোধের জেরে মারামারিতে জড়ালেও সমস্যা হবেনা তাদের। রাজনীতিতে জড়িত এমন ৭ জন ‘কথিত বড় ভাই’ নিয়ন্ত্রণ করেন নিজস্ব বলয়ের গ্রুপ। তাদের দমন করতে ক’দিন ধরে হার্ডলাইনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সন্ধ্যার পর গোয়েন্দা পুলিশের সাঁড়াশি অভিযানে আতংক সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, শহরের নাজির রোডের টিকটক মোড়, আলীয়া মাদরাসা মাঠ, জেলা পরিষদ প্রাঙ্গণ, রেল গেইট এলাকা, মুক্ত বাজার সংলগ্ন গলি, ফালাহিয়া মাদরাসার পেছনে কবরস্থান সড়ক, রামপুর শাহীন একাডেমী রোড, পুলিশ কোয়ার্টার, পাঠানবাড়ী রোডের মোবাইল টাওয়ার, বিরিঞ্চি হাংকার, মহিপাল হাজারী রোড, সেন্ট্রাল হাই হাই স্কুল, আলিম উদ্দিন সড়ক, শান্তি ছায়া সড়কে সক্রিয় রয়েছে একাধিক গ্রুপ। আধিপত্য বিস্তার নিয়ে শহরে এসব গ্রুপ বেশ সক্রিয়।

সূত্র আরো জানায়, এসব গ্রুপের নেতৃত্বে রয়েছেন যুবলীগ-ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৭ থেকে ৮ জন নেতা। বিভিন্ন পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের এমন লাগামহীন দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন বখাটে ও স্পট ভিত্তিক তৎপরতা চোখে পড়লেও গত ক’দিন ধরে সবাই গ্যাং কালচার থেকে দূরে থাকছে। জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ সন্ধ্যার পর কোন কিশোর-যুবক বাসার বাইরে আড্ডা দিতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে। পাড়া-মহল্লা ভিত্তিক হানা দিয়ে দোকানপাট ও রাস্তার মোড়ে আড্ডারতদের লাঠিপেটাও করা হচ্ছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এন এম নূরুজ্জামান জানান, কিশোর গ্যাং বলতে কিছু নেই। উঠতি বয়সী কিশোর-যুবকরা আড্ডা থেকেই অপরাধে জড়িয়ে যায়। এসব আড্ডা ঠেকাতে প্রতিদিন গোয়েন্দা পুলিশের তিনটি টিম সক্রিয় রয়েছে। সন্তানরা কে কী করছে অভিভাবকদের সচেতন থাকতে হবে। কিশোর গ্যাংয়ে কেউ যেন সম্পৃক্ত হতে না পারে সজাগ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *