ফেনী

ফেনীতে এসিল্যান্ড ও পুলিশ সহ ২২ জনের করোনা

ফেনীতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার সহ নতুন করে আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৫৫। এর মধ্যে ২৯ জন মারা গেছেন। মোট সুস্থ হয়েছেন ৭৮৭ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য জানিয়েছে, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে আজ মঙ্গলবার ৪৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। নতুন শনাক্ত হয় ২২ জন। ফেনী সদর উপজেলায় ৪:জন, দাগনভূঞায় ৬ জন, ফুলগাজীতে ৮ জন ও ছাগলনাইয়ায় ৪ জন রোগী রয়েছেন।

ফুলগাজী উপজেলায় শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), একজন পুলিশ সদস্য ও দুইজন ব্যাংকার রয়েছেন। এদের একজন কৃষি ব্যাংক ও অপরজন ইসলামী ব্যাংকে কর্মরত।

ছাগলনাইয়া উপজেলায় আক্রান্ত ৪ জনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও একজন মহামায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশার ভাই। বাকী দুইজন পাঠাননগর ইউনিয়নের বাথানীয়া গ্রামের বাসিন্দা।

দাগনভুঞা উপজেলায় ৬ জনের দুইজন অগ্রণী ব্যাংক ও একজন স্বাস্থ্য বিভাগে কর্মরত। অপর তিনজন পৌরসভা, সদর ও সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরো জানায়, কোভিড-১৯ আক্রান্ত ২৫ জনকে ঢাকাসহ অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত ১৫ জন রোগী ফেনী জেনারেল হাসপাতাল ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় মোট ১২৫৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৪৬৬ জন, দাগনভূঞা উপজেলায় ২৬৬ জন, সোনাগাজীতে ১৯৯ জন, ছাগলনাইয়া উপজেলায় ১৫০ জন, পরশুরামে ৭৯ জন ও ফুলগাজীতে ৭৬ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন।

এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৬৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ রোববার পর্যন্ত ৬ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

সূত্র আরও জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ১৭৯ জন রোগী টেলিমেডিসিন সেবা নিয়েছেন। এ পর্যন্ত জেলায় ৩৭ হাজার ৯৯২ জন রোগী টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *