৭ মাস পর কাবাঘরে প্রবেশের সুযোগ পেলেন বিদেশি মুসলমানরা

ম’হামারি ক’রোনাভা’ইরাসের (কোভিড-১৯) সংক্র’মণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়া হলো।

১০ হাজারের মতো বিদেশি মুসলিম রোববার ওমরাহ পালন করেছেন। এ বছর করোনা এসে সবকিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরাহ সবই বন্ধ ছিল সাত মাস।

সৌদি আরব পৌঁছানোর পর ওমরা পালনকারীদের ‘সেল্ফ আইসোলেশন’ বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে তিন দিন। এরপরই তাদের কাবায় প্রবেশের অনুমতি মিলেছে তাদের।

Leave a Comment