৫ ম্যাচে লিটনের সংগ্রহ ৩৭; যা বললেন সুজন!

✨বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে অফ ফর্মে রয়েছেন লিটন কুমার দাস। পাঁচ ম্যাচে লিটনের সংগ্রহ মাত্র ৩৭ রান।

✨অধিনায়ক লিটনের এমন পারফরম্যান্সের প্রভাব কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রেজাল্টের ওপরও পড়েছে। ইতোমধ্যে ৫ ম্যাচ খেলে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে পড়ে আছে কুমিল্লা।

✅লিটনের এমন ছন্নছাড়া পারফরম্যান্স নিয়ে জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, চিন্তার কারণ তো অবশ্যই, রানে থাকা ইম্পরট্যান্ট। আমি সবসময় একটা কথা বলি, ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট। এই কন্ডিশন ব্যাটারদের জন্য সহজ না, যতটা সহজ বোলারদের জন্য। ফর্মে অনেক সময় থাকা হয় না। বিশ্বকাপে ফ্ল্যাট উইকেট থাকবে, রান করা সহজ হয়।

✅সুজন আরও বলেন, অবশ্যই রানে ফেরা জরুরি। ঢাকায় খেলা আসছে, চমৎকার রোদ আছে। আশা করি ব্যাটাররা নিজেদের মেলে ধরবে। যারা রান করছে না রানে ফিরবে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও শ্রীলংকার বিপক্ষে খেলা আছে, কামব্যাকের সুযোগ থাকবে। এতটা চিন্তিতও না। আমার বিশ্বাস আছে ছেলেদের সামর্থ্য নিয়ে।

Leave a Comment