অন্যান্য

১৪ আইসিইউ বেড নিয়ে চট্রগ্রাম ইমপেরিয়ালে করোনা চিকিৎসা শুরু রোববার

করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল ঘোষণার এক মাস পর রোববার (২৮ জুন) থেকে থেকে করোনা রোগীর চিকিৎসা শুরু করছে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতাল।

৬০ শয্যায় করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও রোববার (থেকে ৩৪ শয্যায় রোগী ভর্তি নেবে হাসপাতালটি। এর মধ্যে রয়েছে ১৪টি আইসিইউ বেডও। আপাতত এই ৩৪ শয্যা নিয়েই করোনা চিকিৎসা দেবে ইমপেরিয়াল হাসপাতাল। তবে আগামী মাসে বাকি ২৬টি শয্যা যুক্ত হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

করোনা আক্রান্তদের পাশাপাশি করোনার উপসর্গে ভোগা রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে জানিয়ে ইমপেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, ‘আমরা সিট খালি থাকা সাপেক্ষে কোন রোগীকেই ফেরাবো না। তবে রোগীরা আমাদের কল সেন্টারে যোগাযোগ করে এলে ভাল। নাহলে সরাসরি আমাদের ফ্লু কর্নারে চলে গেলে সেখানে ডাক্তার রোগী দেখে সিদ্ধান্ত নেবেন। কারণ কোভিডের অনেক রোগী আছেন যিনি আক্রান্ত, কিন্তু হাসপাতালে না থাকলেও চলবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে সবচেয়ে বড় সংকটটি হচ্ছে আইসিইউর। আমরা বেশ কার্যকর আইসিইউ সেবা দিতে পারবো। তাছাড়া আমরা করোনা টেস্টের পরিমাণও বাড়াবো। এখন ১০০ করে করছি। এটা ২০০ করে করবো।’

বেসরকারি এই হাসপাতালটিতে অর্থের বিনিময়ে সেবা মিলবে করোনা আক্রান্তদের। অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোর সাথে বিল নেওয়ার ব্যাপারে এমইও করা হলেও ইমপেরিয়ালের সাথে তেমন কিছুই হয়নি। নিজেদের নীতিমালা অনুযায়ী স্বাধীনভাবে চিকিৎসা ব্যয় নির্ধারণ করবে এই হাসপাতালটির কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। তিনি বলেন, ‘ইমপেরিয়ালের সাথে আমাদের কোন এমইও হয়নি। উনারা উনাদের নীতিমালা অনুযায়ী বিল করবেন।’

প্রসঙ্গত গত ২৬ মে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতাল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে করোনা চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *