অন্যান্য

করোনা দুর্দশায় চট্টগ্রাম ছাড়লেন ১১০ আফগান শিক্ষার্থী

আফগানিস্তান থেকে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিও) এ পড়তে আসা ১১০ আফগান শিক্ষার্থী তাদের নিজ দেশে ফিরে গেছেন।

শনিবার (৬ জুন) সকালে আফগান দূতাবাসের তত্ত্বাবধানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ‘ক্যাম এয়ার’ এর একটি বিশেষ ফ্লাইটে শিক্ষার্থীরা তাদের নিজ দেশে ফিরে গেছেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে আফগানিস্তান সরকারের সহায়তার প্রশংসা করি। শিক্ষার্থীরা অনলাইনে অধ্যয়ন চালিয়ে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরে চট্টগ্রামে ফিরে আসবে। আমরা শিক্ষার্থীদের জন্য গর্বিত এবং তারা মার্চ থেকে লকডাউনের মধ্যে ছিল।’

প্রসঙ্গত, ২০০৮ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামে যাত্রা শুরু করে। এ অঞ্চলে এটিই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক পর্যায়ে নারীদের শিক্ষা, নেতৃত্ব, উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *