সেলফি তোলার সময় ভারতের রাজস্থানে বজ্রপাতে নিহ’ ত ১১ জন

সেলফি তোলার সময় ভারতের রাজস্থানে বজ্রপাতে নিহ’ ত ১১ জন।

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরের কাছাকাছি আমের প্যালেসের সামনে বৃষ্টির মধ্যে সেলফি তুলছিলো কয়েকজন যুবক। এসময় ২০ জনের মতো যুবক ওয়াচ টাওয়ারে ছিল। হঠাৎ করে বজ্রপাতে ওয়াচ টাওয়ারের উপরে থাকা ১১ জন নি’ হত হয় এবং অনেকে টাওয়ার থেকে নিচে লাফ দিয়ে আ’হত হয়।

ভারতীয় গণমাধ্যমে জানা যায়, ওয়াচ টাওয়ারে ২০ জন যুবক বৃষ্টির মধ্যে সেলফি তুলছিলো, তখন বজ্রপাত শুরু হলে সেখানে ১১ জন নি’ হত হয় এবং অনেকে আ’ হত হয়।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে রবি এবং সোমবার বজ্রসহ বৃষ্টি হবে।  এছাড়াও ভারতের বিভিন্ন স্থানে আরো কয়েকজন কৃষক মারা যায়।

উত্তরপ্রদেশের শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। একটি নিমগাছে সরাসরি বাজ পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃ’ ত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃ’ ত্যু হয়।

ওয়াচ টাওয়ারে ১১ জন নি’ হতের ঘটনায় শো’ ক প্রকাশ করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলত। নি’ হত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

বজ্রপাতে নি’ হতদের জন্য শো’ ক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *