সেবায় অনিয়ম: ভ্রাম্যমাণ আদালত চলবে হাসপাতালগুলোতে

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর বিরুদ্ধে কোভিড-ননকোভিড রোগী ভর্তি না করানোর এন্তার অভিযোগের মধ্যেই আশাজাগানিয়া সুখবর এসেছে গতকাল। এখন থেকে হাসপাতালগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জেলা প্রশাসন। এছাড়া প্রতিটি হাসপাতাল প্রশাসন নির্দেশিত তথ্যাবলী সংশ্লিষ্ট সার্ভিল্যান্স টিমকে প্রদান করবে এবং একইসঙ্গে হাসপাতালের সামনে প্রকাশ্য স্থানে একই তথ্য প্রদর্শনের জন্য টাঙ্গিয়ে দিবে। এর অন্যথা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আহমদ কায়কাউস’র সাথে ভিডিও কনফারেন্স হয় বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাথে। যেখানে জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বিভাগীয় স্বাস্থ্যপরিচালক, জেলা সিভিল সার্জন, বেসরকারি মালিক সমিতির সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন। নির্দেশনার পরও রোগীদের চিকিৎসা সেবা না দিয়ে এবং ভর্তি না করে ফেরত দেয়ার ঘটনা সামনে আসায় ওই বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বৈঠক সূত্রে জানা যায়, বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগীর বুকে ব্যথা নিয়ে নগরীর কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য ছোটাছুটি করতে করতে গাড়িতে মৃত্যু হওয়ার ঘটনাটি উপস্থাপন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই সাথে বেসরকারি হাসপাতালের কিছু চিত্রও তুলে ধরেন তিনি। সেখানে মেয়র বলেন, বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে দফায় দফায় আলোচনা হওয়ার পরও কোন সুরাহা হয়নি। তবে এ বিষয়ে আর কোন কথা বলতে চাই না। এখন থেকে আইনের প্রয়োগ করা হবে।

এ বিষয়ে সার্ভিলেন্স টিমের আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘মেয়রের কথার সাথেই জননিরাপত্তা সচিব মহোদয় সাথে সাথে নির্দেশনা দেন, এখন থেকে ইনফেকশাস ডিজিজ এক্টের ভিত্তিতে যেন আইনগত ব্যবস্থা নেয়া হয়। এর প্রেক্ষিতে সার্ভিলেন্স টিমের সদস্য জেলা ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যদিও গত কয়েকদিন থেকে ওষুধ, অক্সিজেনসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে। আর এখন থেকে প্রতিদিনের কাজ হিসেবে একটি টিম গিয়ে সরেজমিন পরিদর্শন করবে।’

‘আমরা যে ফরমেটে প্রতিদিন তথ্যগুলো নিয়ে থাকি, সে তথ্যগুলোও প্রতিদিন সকাল দশটার মধ্যে হাসপাতালের প্রকাশ্য স্থানে প্রদর্শন করতে হবে যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে, ওই হাসপাতালে কতজন রোগী আছে বা কতটা শয্যা খালি আছে। এ বিষয়ে মালিক সমিতিও বলেছে, তারা এ কাজটি করবেন। ইতোমধ্যে একটি চিঠিও প্রতিটি হাসপাতালের সংশ্লিষ্টদের পৌঁছিয়ে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে যেন তারা প্রদর্শন করেন এবং আমাদের ভ্রাম্যমাণ আদালও ও সার্ভিলেন্স টিমের সদস্যরাও গিয়ে সরেজমিন তা দেখবেন। প্রথম দিক থেকেই আমরা কোন জোর করতে চাইনি। কিন্তু এখন জনস্বার্থের কথা বিবেচনা করে আইনের প্রয়োগ করবো বলে যোগ করেন তিনি।’

বাস্তবায়ন নিয়ে সংশয় নাগরিক সমাজে : এদিকে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা, রাজপথে প্রতিবাদ কর্মসূচীসহ নানামূখী চাপের মুখে চট্টগ্রামের দুয়েকটি বেসরকারি হাসপাতাল সীমিত আকারে চিকিৎসা সেবা দেয়া শুরু করেছে। বেশিরভাগই মানছে না সরকারি নির্দেশনা। ফিরিয়ে দিচ্ছে সাধারণ রোগীদের। তদারককারি সংস্থাও তাদের অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালনে ব্যর্থ বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। তিনি বলেন, ‘এসব হাসপাতালে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে কোভিড-নন কোভিড রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত দেয়া এবং হাসপাতালে হাসপাতালে ঘুরে মৃত্যু হওয়ার ঘটনাও নাড়া দিয়েছে সকলের। রোগীদের হয়রানি নিয়ে যেন অভিযোগের অন্ত নেই চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। এরমধ্যে তাদের তদারকির জন্য একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যে কমিটি করা হয়েছে, গত এক সপ্তাহ ধরে তাদের কোন তদারকিই চোখে পড়েনি।’

‘হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে নির্দেশনা দেয়া হয়েছে, তাও কতটুকু বাস্তবায়ণ হবে- এটা সংশয়ের বিষয়। এটা পুরোটাই হয়তো আইওয়াশ। এসব কাজ করতে প্রশাসনের যে ধরণের আন্তরিকতা থাকার প্রয়োজন, সেটা কিন্তু কোন ভাবেই উপলব্ধি করা যাচ্ছে না। তবে প্রশাসনকে যদি আন্তরিক হয়, তাহলে কিছুটা হলেও সাধারণ জনগন সুফল পাবে। অন্যথায় এর কোন কিছুই হবে না বলে সংশয় প্রকাশ করেন তিনি।’

এদিকে, সম্প্রতি মহানগর ছাত্রলীগের উদ্যেগে নগরীর বেসরকারি হাসপাতালগুলোতে সরেজমিনে পরিদর্শন করা হয়। যাতে রোগীদের চিকিৎসা না দেয়ার বিষয়টিও তুলে ধরেন ছাত্রলীগ নেতারা। আবারও কিছু হাসপাতালের চিত্র দেখে ধন্যবাদও যোগ করেন তারা। যা অব্যহত রেখেছে এ সংগঠনটি। যদিও একাধিক হাসপাতাল তথ্য লুকিয়ে রাখাও অভিযোগ করেন সংগঠনটি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, ‘আমাদের পরির্দশনের পর কিছুকিছু হাসপাতাল রোগী ভর্তি নেয়া শুরু করে। কিন্তু অনেকগুলো হাসপাতালে গিয়ে শয্যা খালিও পাওয়া গেছে। যদিও কর্তৃপক্ষ এ বিষয়ে নানান অজুহাত দিয়েছেন। আবার কিছু হাসপাতালে বাস্তব সমস্যা থাকায় তাতে আইসিইউ ও শয্যাও চালু করতে পারেনি।’

বেসরকারি হাসপাতাল মালিক সমিতি যা বলছেন :
বেসরকারি হাসপাতালগুলোর সাথে কথা বলে জানা যায়, একাধিক হাসপাতালে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সংকট এবং বেশ কিছুতে করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের রোগীদের ভর্তি করানো হয়নি। আবার কিছু কিছুতে এসব স্বাস্থ্যকর্মীদের অভাবে চালু করতে পারছেন না তারা। দু’একটিতে আইসিইউসহ শয্যা প্রস্তুত থাকলেও অতিরিক্ত বেতন-ভাতা ও প্রণোদনার কারণেও তারা চালু করতে পারছেন না। তবে সকল হাসপাতালেই বর্তমানে কোভিড-নন কোভিড রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। যদিও বিকল্প প্রস্তাবও রয়েছে তাদের।

এরমধ্যে কোভিড পজেটিভ, নন কোভিড, সাসপেক্টেট রোগীদের জন্য পৃথক পৃথক হাসপাতালে চিকিৎসার কথাও তুলে ধরেছেন বেসরকারি হাসপাতাল মালিক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান। তিনি বলেন, ‘বর্তমানে সবগুলো হাসপাতালেই গড়ে পজেটিভ-নেগেটিভ রোগী ভর্তি নেয়া হচ্ছে। কিন্তু তা না করে যদি একটি হাসপাতালে পজেটিভ, অন্য হাসপাতালে নেগেটিভ, আরেকটিতে সাধারণ এমন পৃথক করে দেয়া হতো তাহলে সমস্যা হতো না। কিন্তু দেখা যাচ্ছে গড়ে রোগী ভর্তি হওয়ার কারণে হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী যেমন একদিকে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে তারাও আক্রান্ত হচ্ছেন। সব বিষয় বিবেচনা করার দরকার।’

বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ইতোমধ্যে সকল হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, তারাও যেন প্রতিটি হাসপাতালে যায়, সরেজমিনে পরিদর্শ করা হোক। প্রয়োজন হলে আমার হাসপাতাল (ম্যাক্স হাসপাতাল) দিয়ে শুরু করা হোক। তবে কিছু বাস্তব সমস্যা কমবেশ সব হাসপাতালে আছে, সে বিষয়টিও তাদের খেয়াল করতে হবে।’ সূত্র: দৈনিক পূর্বকোণ

Leave a Comment