অন্যান্য

শনিবার রাতে চট্টগ্রামে ৩ চিকিৎসক ও ৪ কারারক্ষীসহ ১২১ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের  ল্যাবে ২৬০ জনের নমুনা পরীক্ষায়  আজ আরও ১২১ জন আক্রান্ত । যাদের মধ্যে বড় অংশই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। নগরীর দামপাড়া ও বন্দর এলাকার বাসিন্দা বেশি রয়েছে। আজ শনিবার (৩০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি।

এদিকে, শনাক্তদের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৪ সদস্যও রয়েছেন৷ এর আগেও কারাগারের এক সদস্যের শরীরে এ ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়৷ এরপর শনিবার চমেকের ল্যাবে সংস্পর্শে আসা আরও আটজনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৪জনের ফলাফল পজেটিভ আসে।

তথ্য মতে, শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সর্বমোট ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১২১ জনের ফলাফল পজেটিভ আসে। তাদের মধ্যে মাত্র ৯ জন উপজেলার, বাকি ১১২ জন সকলেই নগরীর বাসিন্দা। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩ চিকিৎসকও রয়েছেন। আছেন কয়েকজন স্বাস্থ্য কর্মীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *