ফেনী

লকডাউনে ফেনী জেলার জন্য ২শ টন চাল ও সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ

করোনা প্রাদুর্ভাব ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্ত ফেনীর মানুষদের জন্য আরও ২শ টন চাল ও নগদ সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, ইতোমধ্যে ফেনীর ৩ সংসদীয় আসনে ৪০ টন করে মোট ১২০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে জেলাজুড়ে ২০ হাজার ব্যক্তি এ সহায়তা পাবেন। তিনি আরও জানান, বাকী ৮০ টন চাল পর্যায়ক্রমে জেলা প্রশাসক বন্টন করবেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা জানান, ফেনী সদরের ১২ ইউনিয়নের অসহায় মানুষের জন্য ৪০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের সহায়তায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত রয়েছে। আগামী শনিবার থেকে চাল বিতরণ করা শুরু হবে।

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন। এমন পরিস্থিতিতে প্রান্তিক কিছু মানুষ আর্থিক সংকটে পড়েছেন।

তালিকাভুক্ত উপকারভোগীদের খাদ্য সহায়তার জন্য চাল দেয়া হচ্ছে। একই সাথে অন্যান্য প্রয়োজন মেটাতে নগদ টাকা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *