রাজধানীতে আ.লীগের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়াঃ নিহত ১, আহত ৭

ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীর কড়াইল বস্তিতে আল আমিন (৩৪) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন।আরও সাতজন এ ঘটনায় আহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে। এ সংঘর্ষের সৃষ্টি হয় বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিহত আল আমিনের বাড়ি। আহতরা হলেন—আমজাদ হোসেন (৩৫), কলেজশিক্ষার্থী মাসুদ আলম (১৮), নুর আলম (৩০) ও জলি আক্তার (৪০), সুমি বেগম (৩৫), নাসির হোসেন (৪০), ডালিয়া বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে কড়াইল বস্তি এলাকায় ছুরিকাঘাতে সাতজন আহত হয়। স্থানীয় মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করা হয় আল আমিনকে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহত অবস্থায় আল আমিনসহ সাতজনকে আনা হয়। পরে আল-আমিনকে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া আল আমিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, কড়াইল বস্তি এলাকায় আওয়ামী লীগ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি। এ ঘটনায় একজন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে অবস্থান করছে।

Leave a Comment