অন্যান্য

রাঙামাটিতে ফের পর্যটকবাহী বাস উল্টে আ’হত ৮

চারদিনে মাথায় রাঙামাটিতে ফের পর্যটকবাহী বাস উল্টে ৮ পর্যটক আহ’ত হয়েছেন।

আহ’তরা হলেন- মো. বাদশা মিয়া (২৩), শাহানাজ বেগম (২৫), রেশমা বেগম (২১), মনিরুল ইসলাম (২৮), মো. সিরাজুল ইসলাম (২০), ফাতেমা বেগম (১৯), হেনা বেগম (১৮) ও মিনারা (২৭)।

আহ’তরা সবাই চট্টগ্রামের একটি পোষাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। আহ’তদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মানিকছড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দু’র্ঘট’না ঘটে। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাপছড়িতে পর্যটকবাহী বাস উল্টে বাসের হেলপার নি’হত ও ২৭ পর্যটক আ’হত হন।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি বিআরটিসি বাস পিকনিক টুরিস্ট ভাড়া নিয়ে রাঙামাটি যাওয়ার পথে মানিকছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দু’র্ঘ’টনাটি ঘটে। এতে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় ৮ জন আহ’ত হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার শওকত আকবর বলেন, মানিকছড়ির বাস দু’র্ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে কেউ গুরুতর নন। প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই চলে যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *