যেকোনো পরিস্থিতির মোকাবেলার জন্য ইসরায়েল প্রস্তুত: প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের ভূখণ্ডে ইরান ও হুতি বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যেকোনো পরিস্থিতির জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যারাই তেল আবিবের ক্ষতির চেষ্টা করবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছু দিন ধরেই ইরানের হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি নাগরিকরা। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা। প্রতিরোধ ও হামলা সব কিছুর জন্যই তৈরি তেল আবিব।

আরি পড়ুনঃ ইরানের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরাও

শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল হামলা চালায় ইরান। সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতেই ইরান এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস-আইআরজিসি।

এদিকে, ইসরালেয়ের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান দুই শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে। এতে একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া একজন আহত হওয়ার কথাও জানিয়েছে আইডিএফ।

Leave a Comment