অন্যান্য

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়ছেছবি: রয়টার্স
যুক্তরাজ্যে করোনাভাইরাসে সংক্রমিত রোগী হুট করে বেড়ে গেছে। গতকাল শনিবার এক দিনেই ১২ হাজার ৮৭২ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড এটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনাক্ত রোগীর সংখ্যা হুট করে বৃদ্ধির কারণ হিসেবে করোনার প্রতিবেদন দিতে দেরি হওয়ার বিষয়টিকে দায়ী করছে দেশটির সরকার।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, কারিগরি-সংক্রান্ত কারণে নতুন করোনা রোগী শনাক্তের প্রতিবেদন দিতে দেরি হয়েছিল। এর অর্থ—আগামী দিনগুলোতে গত ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে শনাক্ত হওয়া রোগীদের সংখ্যা দৈনিক প্রতিবেদনে যুক্ত হবে। এতে শনাক্তের সংখ্যা বেশি দেখাবে।

গত শুক্রবার দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৬ হাজার ৯৬৮ জন। অর্থাৎ এক দিনেই শনাক্তের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। এর আগে এক দিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল ৭ হাজার ১৪৩ জন। মঙ্গলবার ওই রেকর্ড হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, করোনা মহামারি শুরুর দিকে দেশটিতে এক দিনে এক লাখের কিছু কম করোনার নমুনা পরীক্ষা করা হতো। এখন সেখানে দিনে দুই লাখের বেশি করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

‘কারিগরি সমস্যার’ কারণে রোগী শনাক্ত বেশি দেখানোয় সমালোচনার মুখে পড়তে হতে পারে যুক্তরাজ্য সরকারকে।

সমালোচকেরা বলছেন, করোনা সংক্রমণের ওপর যুক্তরাজ্য সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকারের নমুনা পরীক্ষার সক্ষমতা কম।

অবশ্য দেশটিতে করোনায় মৃত্যুসংখ্যা কমেছে। গতকাল দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ৪৯। এ সংখ্যা শুক্রবার ছিল ৬৬।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ রোববার পর্যন্ত যুক্তরাজ্যে ৪ লাখ ৮২ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৪০৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *