অন্যান্য

যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩৫

যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩৫।

৫ জন শিশু ও ৯ জন নারীসহ ৩৫ জন আহত হয়েছেন
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানিনগর এলাকায় বাসের সঙ্গে

কাভার্ডভ্যানের সংঘর্ষে। (৬ অক্টোবর) বুধবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত ২৭ জনের পরিচয় গেছে,  জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫), বাসের হেলপার মো. বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮), পাখি বালা (৭০) ।

চকরিয়ামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে লামামুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে অন্তত ৩৫ জন হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ৫ জনকে।

লামা থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, ‌‘যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়ে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

আরও সংবাদঃ যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *