খেলাধুলা

‘মোস্তাফিজ” ভালো আছে, ফাইনালে খেলবে’;

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের প্রথম কোয়ালিফায়ার তথা প্রথম সেমিফাইনালে রংপুর রাইডার্সকে হারিয়ে সবার আগে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

✨গত দুই আসরের টানা এবং বিপিএলের গত নয় আসরের মধ্যে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্কোয়াডে আছেন দেশ সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমান; কিন্তু সোমবার দলের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থেকেও খেলতে পারেননি দ্য ফিজ।

✅মাথায় বলের আঘাত লাগায় রংপুরের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন মোস্তাফিজ।

ফাইনাল নিশ্চিতের পর কুমিল্লা শিবিরে স্বস্তির খবর। আগামী শুক্রবারের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারেন মোস্তাফিজ। এমনটিই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিসিবি চিকিৎসক বলেছেন, ‘মোস্তাফিজ ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে খেলবে। এক কথায় বলতে গেলে হি ইজ ফিট টু প্লে।’

গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার নেট অনুশীলনের সময় মোস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।

সিটিস্ক্যানের পর অবশ্য জানা যায়, মোস্তাফিজের মাথার চোট শুধু মাথার বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। তবে তার মাথায় সেলাই লেগেছে পাঁচটি। এ ঘটনার দুই দিন পর মোস্তাফিজকে ঢাকায় আনা হয়।

“মোস্তাফিজুর রহমান;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *