অন্যান্য

মির্জাগঞ্জে জোয়ারের পানিতে ১৫ গ্রাম প্লাবিত

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রা ও শ্রীমন্ত নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে সুবিদখালী বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়ে ৫ সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মনোহরখালী পায়রাকুঞ্জ ফেরী ঘাটের গ্যাংওয়ে পানির নীচে নিমজ্জিত হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটা থেকে দুপুর পর্যন্ত জোয়ারের পানিতে এ সকল এলাকা প্লাবিত হয়। বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পায়রা ও শ্রীমন্ত নদের পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে। পায়রাকুঞ্জ ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে পানির নীচে তলিয়ে গেছে।

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশী ভোগান্তিতে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। জীবনের ঝুঁকি নিয়ে কলাগাছের তৈরি ভেলা ও ডিঙ্গি নৌকায় ফেরী ও খেয়ায় উঠতে হচ্ছে যাত্রীদের।

নদীর পানি বৃদ্ধির পাওয়ায় বেরিবাঁধ উপচে মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া, দক্ষিণ মির্জাগঞ্জ, মনোহরখালী, সুন্দ্রাকালিকাপুর, ভিকাখালী, পিপড়াখালী, মাধবখালী ইউনিয়নের রামপুর, সন্তোষপুর, কাঁঠালতলী, দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী, মেন্দিয়াবাদ, চরখালী, কাঁকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রাম ও মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং গ্রামসহ প্রায় ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

মির্জাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম সিকদার বলেন, মির্জাগঞ্জ ইউনিয়নের প্রায় সবকটি গ্রামই জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আউশ ও আমনের ক্ষেত ও অনেক মাছের ঘের তলিয়ে গেছে।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *