চাচার বুকে বুলবুলির নিথর দেহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান বাকসী বাড়ী গ্রামের শাজাহান মিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে বুলবুলি (৭) ছিল ছোট। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে পরিবারের অন্যদের সঙ্গে সেও যাচ্ছিল শেরপুরের নালিতাবাড়ীর বরমারী গ্রামে।

মৃতের বাড়িতে যাওয়ার বেদনাভার হয়তো শিশু বুলবুলির মনে ছিল না। কিন্তু অন্যদের সঙ্গে শিশুটির নিহত হওয়ার বেদনা পরিবারের অনান্য সদস্যরা কেউ সইতে পারছে না,এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাজাহান মিয়ার খালাতো ভাই আবুল হাসেমকে শেষবিদায় জানাতে যাওয়ার পথে বুলবুলিদের বহনকারী মাইক্রোবাসটি ফুলপুরের বাশাটি গ্রামে দুর্ঘটনায় পড়ে। মা বেগম আক্তার (৩৫), দাদি মিলন আক্তার (৫০)সহ আট স্বজনের সঙ্গে নিহত হয়েছে শিশু বুলবুলিও।

তবে এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যেটি সবার হৃদয় ছুঁয়ে যায়। ছবির দৃশ্য সবাইকে কান্নায় ভাসিয়ে দেয়। বাবা শাহজাহান ও মেয়ে বুলবুলি ভেবে হৃদয়স্পর্শী ছবিটি শেয়ার করেন অনেকেই। কেউ কেউ বলেছেন বাবা-মেয়ে দুইজনের মারা গেছেন। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন অনেকে।এ অবস্থায় মানব বার্তার অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল হওয়া ছবিটি বাবা-মেয়ের নয়। ছবিটি চাচা-ভাতিজির। তবে বুলবুলি মারা গেলেও তার বাবা শাহজাহান জীবিত আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বুলবুলির চাচা শারফুলের (৩৬) কোনো সন্তান নেই। এজন্য ভাই শাহজাহানের মেয়ে বুলবুলিকে নিজের মেয়ের মতো আদর-যত্ন করতেন চাচা শারফুল। নালিতাবাড়ী উপজেলায় খালাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তিনিও। একই গাড়িতে ছিলেন তারা সবাই।
দুর্ঘটনার পর জীবিত অবস্থায় ফিরে দেখেন আদরের ভাতিজিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ দেখেই আহাজারি শুরু করেন তিনি। বুলবুলির লাশ বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়েন তিনি। এই কান্নার দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে যায়। দৃশ্য দেখে সবাই মনে ভেবেছিলেন বাবা-মেয়ে। পরে জানা গেল চাচা-ভাতিজি।

বুলবুলির চাচা শারফুল বলেন, অতি আদরের ভাতিজিকে মৃত অবস্থায় দেখে আমি নির্বাক হয়ে যাই। আমার কোনো সন্তান নেই। বুলবুলি আমার সন্তানের মতো। আমি কখনও বুলবুলিকে ভাতিজি মনে করিনি, নিজের মেয়েই মনে করতাম। সবসময় নিজের মেয়ের মতো আদর-যত্ন করেছি। বুলবুলির লাশ দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি; তাই বুকে জড়িয়ে মাটিতে শুয়ে পড়েছিলাম। আমার ভাই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। আমার ভাই জীবিত অথচ তাকে ফেসবুকে মৃত বানিয়ে দিয়েছে। বুলবুলিকে হারানোর শোকে ভাই স্তব্ধ। এর মধ্যে ছড়ানো হলো মৃত্যুর গুজব।

গতকাল মঙ্গলবার দুপুরে বুলবুলিদের বাড়ি গিয়ে দেখা যায়, একসঙ্গে পরিবারের তিন সদস্যকে হারিয়ে নিথর হয়ে আছে পুরো বাড়িটি। বাড়ির পাশে পাশাপাশি খোঁড়া হচ্ছে তিনটি কবর। বাড়িতে শোকার্ত প্রতিবেশীদের ভিড়।

এক পাশে আহাজারি করছেন বুলবুলির নানি মোছাম্মৎ আমেনা বেগম। কেঁদে কেঁদে তিনি বলছিলেন, ‘আল্লাহ গো তুমি এইডা কী করলা। অত্তোগুলাইন মানুষ তুমি এক লগে লইয়া গেলা? বুলবুলি আমার কত আদরের নাতি তারেও তুমি লইয়া গেলা।’বুলবুলির চাচি লিজা আক্তার বলেন, ‘বুলবুলি আমারে ছুডু মা কইয়া ডাকত। হে সারাক্ষণ আমার লগেই থাকত।’

এটুকু বলে তাঁর গলা ধরে যায়। চোখের পানি মুছে তিনি বলেন, ‘যাইবার সময় আমারে কইছে, ছুডু মা যাইগা। আমরা আইয়া পরাম, তুমি কাইন্দ না। কুলে নেয়া আদর কইরা মেয়েডারে বিদায় দিছি। হে অহন লাছ (লাশ) অইয়া অইতাছে।’

ভালুকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খাদেমুল বাশার বলেন, শাহজাহানের সংসারের সবার আদরের সন্তান বুলবুলি। মেয়ে আর স্ত্রীকে হারিয়ে শাহজাহান স্তব্ধ হয়ে আছেন। কালকে এই সময় যাদের চোখের সামনে দেখেছিলেন আজ তারা দুনিয়ায় নেই। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শাহজাহানের গ্রামে শোকের ছায়া নেমেছে। আমাদের কারও মন ভালো নেই। এ অবস্থায় মৃত বুলবুলির জীবিত বাবাকে মৃত বানিয়ে ফেলা হলো। চাচাকে বানানো হলো বাবা। তথ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে ছবি এবং কোনো কিছুই শেয়ার করা ঠিক না। না জেনে মন্তব্য করা তো মস্ত বড় ভুল। মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বুলবুলি ও তার মাকে দাফন করা হয়েছে।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, শারফুলের খালাতো ভাইয়ের জানাজায় নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিলেন সবাই। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু, পাঁচজন নারী ও দুইজন পুরুষ। এদের মধ্যে মা-মেয়ে ও দাদিসহ এক পরিবারের তিনজন। স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (ফুলপুর-সার্কেল) দীপক চন্দ্র মজুমদার বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা। মাইক্রোবাসের চালক এখনও পলাতক। তাকে গ্রেফতার করার হবে।

Leave a Comment