ফেনী জেনারেল হাসপাতালে ৬৭ দিনে ৯৩ জনের মৃত্যু

আরিফ আজমঃ ফেনী জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা শত ছুঁই ছুঁই। গত ৬৭ দিনে মারা গেছেন ৯৩ জন। প্রতিদিন গড়ে মৃত্যুর সংখ্যা একজনের বেশি। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন। এরপর থেকে জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬শ ২ জন।

ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, করোনা আক্রান্তের পর ৩০ শয্যার আইসোলেশন ইউনিট চালু করা হয়। গত ১৩ জুন থেকে গতকাল রবিবার ২৩ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিতে এসে মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে ৮৮ জন ও করোনা পজেটিভ হয়ে ৫ জন মারা গেছেন।

হাসপাতালের করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার ডা. ইফতেখার আলম জানান, রোগী ভর্তির পর প্রথম ১৩ জুন এক ব্যক্তি মারা গেছেন। এরপর প্রথম মাসে এই হাসপাতালে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পজেটিভ ছিলেন। পরের মাসে ১৩ আগস্ট পর্যন্ত ৪২ জন মারা গেছেন। এদের মধ্যে ৪ জন ছিলেন পজেটিভ। গত ১১ দিনে উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরো জানায়, জেলায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় এ পর্যন্ত ৫৬৫ জন, দাগনভূঞা উপজেলায় ৩৫৬ জন, সোনাগাজী উপজেলায় ২৩৯ জন, ছাগলনাইয়া উপজেলায় ১৮৬ জন, পরশুরাম উপজেলায় ১৩৪ জন, ফুলগাজী উপজেলায় ১১২ জন সংক্রমিত হয়েছেন। অন্য জেলা থেকে এসে ২২ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত সিভিল সার্জন ডা, সাজ্জাদ হোসেন সহ ৩৫ জনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, সবশেষ শুক্রবার করোনার উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। রোগীর স্বজনদের অভিযোগ, পর্যাপ্ত সেবা মিলছে না হাসপাতালটিতে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, করোনা সেবা দিতে গিয়ে ইতিমধ্যে হাসপাতালের আরএমও সহ চিকিৎসক, নার্স সবমিলিয়ে ২৫ জনের মতো আক্রান্ত হয়েছেন। লোকবল সংকটেও রোগীদের সেবা দিতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে চেষ্টা করছেন। অনেক রোগী ভর্তি হয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *