ভারত কি বাংলাদেশকে সত্যিই ষোলো আনা ফাঁকি দিয়েছে?

২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্কের এক ভিন্ন যাত্রা শুরু হয়েছে। বিগত ১০ বছরে এই সম্পর্ক শুধু মৌখিক সম্পর্কের মাঝে সীমাবদ্ধ না থেকে বরং উন্নয়ন সহযোগিতায় রূপ নিয়েছে। ২০১০ সালের এলওসি চুক্তির মাধ্যমে এই উন্নয়নের অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের অংশীদার হয়। এখন পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যকার ৮০০ কোটি মার্কিন ডলারের তিনটি লাইন অব ক্রেডিট বা এলওসি চুক্তি সম্পাদিত হয়েছে।

এই এলওসির মাধ্যমে যেখানে প্রতিবেশী দেশ ভারত ধীরে ধীরে বাংলাদেশের উন্নয়নসহযোগী হয়ে উঠছে। কিন্তু সম্প্রতি অনেকেই এই এলওসিকে ষোলো আনাই ফাঁকি বলে বিবৃতি দিচ্ছেন। অথচ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ সড়ক-রেল-নৌ-বিমান যোগাযোগ, বিদ্যুৎ-জ্বালানি ইত্যাদি খাতে এই এলওসির আওতায় ভারত বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছে। কিন্তু তারপরেও এই প্রশ্নগুলো কেন উত্থাপিত হয়েছে! কেনই বা জেনেবুঝে অনেকেই এই এলওসি নিয়ে অপপ্রচারে লিপ্ত! যারা জেনেবুঝে এই অপপ্রচারে শামিল হয়েছেন তাদের উদ্দেশে আমার এই লেখা নয় বরং যারা সেই অর্বাচীন লেখা পড়ে বিভ্রান্ত হচ্ছেন তাদের প্রকৃত বিষয়টা জানানোর জন্য আমার এই লেখা। ভারত বাংলাদেশের মাঝে হওয়া এলওসি কতটুকু কার্যকর বা বাস্তবায়ন হয়েছে আর কতটুকু হয়নি এবং কেন হয়নি সে বিষয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেকের নানামুখী বক্তব্য সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারেন।

Leave a Comment