অন্যান্য

বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, আহত ১০

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় স্যার আশুতোষ সরকারি কলেজ গেটে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষা সংকট, ভবন সংকটসহ বিভিন্ন সংকট নিরসনের দাবি জানিয়ে কলেজ ছাত্র ইউনিয়ন মানববন্ধন করছিলো। এতে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নিতে চাইলে তাতে বাধা দেয় কলেজ ছাত্রলীগ। এক পর্যায়ে কলেজ গেটে মানববন্ধন চলাকালে ছাত্রলীগ অর্তকিতভাবে হামলা চালায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর। তারা এলোপাতাড়ি মারধর শুরু করে মানববন্ধনে থাকা ছাত্র-ছাত্রীদের।

হামলায় গুরুতর আহত হয়েছেন- ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী,  বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতি সনত বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, সাবেক ছাত্রনেতা সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সদস্য সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরফাত, অমিত, মো. রাশেদ। একইসময় ছাত্রলীগের কাইয়ুমও গুরুতর আহত হন।

কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী বলেন, কলেজের উন্নয়নে ন্যায্য দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছিলাম। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এই নিন্দনীয় হামলা চালায়। এতে তিনিসহ ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন। এ সময় অনেকের মোবাইল ছিনতাই করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত বিচার প্রার্থনা করেন তিনি।

অভিযুক্ত কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হামলার ঘটনা অস্বীকার করে শিমুল সর্দ্দার বলেন, বহিরাগতদের নিয়ে মানববন্ধন করায় কলেজের পরিবেশ বিনষ্ট হচ্ছিল। আমি তাদের কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে বলি। কোন হামলার ঘটনা ঘটেনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তখন কাউকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *