অন্যান্য

বিএনপি নেতার মৃত্যু চট্টগ্রাম কারাগারে

চট্টগ্রাম কারাগারে বিএনপি নেতার মৃত্যু

ফকির আহম্মদ (৬৫) নামের এক হাজতির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে। মিরসরাই পৌরসভা বিএনপির সভাপতি ছিলেন ফকির আহম্মদ। মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজির পাড়ায় তার বাড়ি।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় মারা যান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ অক্টোবর হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে ফকির আহম্মদ কারাবন্দি হন। তিনি কারাবন্দি ছিলেন মেঘনা ৩-এ। আজ সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে তাৎক্ষণিক চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

ফকির আহম্মদের ছোট ছেলে তানরাজ আহম্মদ তপু বলেন, মিরসরাই থানা পুলিশ সম্পূর্ণ মিথ্যা মামলায় আমার বাবাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। এর আগেও বাবাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘ফকির আহম্মদ ১৯৭৮ সাল থেকে বিএনপির (জাগদল) প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০৮ সালের পর থেকে পুলিশ একাধিকবার তাকে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করে।

তিনি দক্ষ একজন সংগঠক ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *