বিনোদন

বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা ড. ইনামুল হকের মৃত্যু

বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা ড. ইনামুল হকের মৃত্যু

বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক দুনিয়ায় আর নেই।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা গেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

দুর্দান্ত অভিনয়ের চমৎকার গল্পের নাটক লিখার  পাশাপাশি অভিনয় ও করে গেছেন ড. এনামুল হক।

তিনি ৬০টি নাটক লিখেছিলেন টেলিভিশনের জন্য।

তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর’।

বাংলাদেশ টেলিভিশন প্রচারিত হয় ১৯৬৮ সালে তার প্রথম লেখা নাটক ‘অনেকদিনের একদিন’। নাটকটির  প্রযোজনায় ছিলেন আরেক বর্ষীয়ান কিংবদন্তি আবদুল্লাহ আল মামুন।

আরও সংবাদঃ বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা ড. ইনামুল হকের মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *