ফেনী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : উপহার পেলো ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি শিশুরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপহার পেয়েছে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি শিশু-কিশোররা। মঙ্গলবার সকালে হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে ভর্তি শিশু ও কিশোরদের মধ্যে উপহার তুলে দেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঞাসহ সব বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন শিশু দিবসও। তাই দিবসটি শিশুদের নিয়ে উদযাপন করা হয়। দিনটিতে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তিকৃত সব শিশুদের মধ্যে হাসপাতালের পক্ষ হতে বিভিন্ন খেলনা সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে। কিশোর বয়সীদের খেলনা গাড়ি ও শিশুদের খেলনা বাদ্যযন্ত্র উপহার দেয়া হয়েছে। এসময় শিশু ওয়ার্ডে রোগীদের মায়েদের মিষ্টিমুখ করানো হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, মুজিববর্ষের প্রথম দিনে হাসপাতালের ভেষজ বাগানে দুটি নিমগাছ রোপন করা হয়েছে। জন্মশতবার্ষিকীতে হাসপাতালে ভর্তি ২৫০ রোগীর সবাইকে দু’বেলা উন্নতমানের খাবার ও সকালের নাস্তায় পায়েস দেয়া হয়েছে।

ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে। জেলা প্রশাসন ছাড়াও সরকারি দপ্তর সমূহ, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কর্মসূচী পালন করেছেন। মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মোহাম্মদ আলী থেকে লালপোল পর্যন্ত আলোকসজ্জা করা হয়েছে। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে জীবনী নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মসময় অনুযায়ী আতশবাজি উৎসবের আয়োজন থাকবে। তবে কর্মসূচিগুলোতে জনসমাগম এড়িয়ে চলা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিব বর্ষ উদ্যাপনের সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সরকার মুজিব বর্ষ উদ্যাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *