ফেনী

ফেনীতে জয়কালী মন্দিরের সামনে থেকে দিনমজুরের ম’রদেহ উ’দ্ধার

ফেনী শহরের ট্রাংক রোডে জয়কালী মন্দিরের সামনে মফিজ নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় পান বিক্রেতা আজিম জয়কালী মন্দিরের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দিনমুজুর মফিজকে উ’দ্ধা’র করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।নি’হ’ত মফিজ ফেনী সদরের আফতাব বিবির হাটের মধুয়াই গ্রামের বাসিন্দা।

আজিম জানান, মফিজ বুকে ব্যাথা করছে বলে জয়কালী মন্দিরের ভেতরে শুয়ে পড়ে। পরে তাকে উ’দ্ধার করে স্থানীয় পান বিক্রেতা শংকরসহ পার্শ্ববর্তী ঔষধ দোকানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেবার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে গেলে হাসাপাতালে নিয়ে যাই। সেখানে এলে চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হাসান সাম্মি জানান, দুপুরে কয়েকজন পথচারী অজ্ঞান অবস্থায় তার দেহ হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা করে তাকে মৃ’ত বলে ঘোষণা করা হয়। তার লা’শ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে বলে শুনেছি। লা’শ মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *