ফুলগাজীতে মাংস ওজনে কম দেয়ায় দোকানীর জরিমানা

বুধবার ফুলগাজীতে বাজারে ওজনে প্রায় ২০০ গ্রাম মাংস কম দেয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফুলগাজী বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

তিনি জানান, ভোক্তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে গরুর মাংস ওজন করে দেখা যায় কেজিতে ৩০-৪০ গ্রাম মাংস কম দিচ্ছে। কেজিতে চর্বি দেওয়া হচ্ছে ১৬০ গ্রাম। এতে প্রতি কেজি গরুর মাংসে ২০০ গ্রাম মাংস কম পাচ্ছে ক্রেতারা। একই সাথে ভোক্তার সাথে দুর্ব্যবহার করছে দোকানীরা।

ওজনে কম দেয়ার অপরাধে ওই মাংস দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অন্য ২টি মাংস দোকানীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুল্য তালিকা হালনাগাদ না করায় বাজারে একটি মুদি দোকানের ২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ব্যবসায়ীদেরকে আইন মেনে চলতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান সোহেল চাকমা। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এবং ফুলগাজী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment