প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে চট্টগ্রামের শিক্ষার্থীরা

শনিবার থেকে প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে বন্দরনগরীর শিক্ষার্থীরা।

দীর্ঘ ১৮ মাস পর বন্দরনগরীর শিক্ষার্থীরা আগামী শনিবার(১৮ সেপ্টেম্বর) থেকে প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে 

এদিন থেকে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে নিয়ে যাবে ১০টি দ্বিতল বাস।

এসব বাস দীর্ঘ ১৮ মাস হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে পড়ে ছিল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মারুফ উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

 এই বাস সার্ভিস চালুর দায়িত্বে রয়েছেন মো. মাহমুদ উল্লাহ মারুফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

মো. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, শিক্ষার্থীদের জন্য বাস চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে দীর্ঘ ১৮ মাস পর স্কুল খোলার খবরে। এরই মধ্যে আমরা বৈঠক করেছি রোববার বিআরটিসি ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে।
শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বাসগুলো চলাচল করবে আগামী শনিবার থেকে।

উল্লেখ্য, বিআরটিসি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ১০টি দ্বিতল বাস চালু করে।

প্রধানমন্ত্রীর উপহারের বাসে চড়ে স্কুলে যাবে চট্টগ্রামের শিক্ষার্থীরা

Leave a Comment