অন্যান্য

দেশের ২ জেলাকে করোনার রেড জোন ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের, ঝুঁকিতে আরও ৬

ঢাকা ও রাঙামাটি জেলাকে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের রেড জোন ঘোষণা করা হয়েছে।

এছাড়া মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রাখা হয়েছে যশোরসহ সীমান্তবর্তী ৬ জেলাকে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে বুধবার (১২ জানুয়ারি) করোনা ড্যাশবোর্ডে এই তথ্য জানা হয়েছে।

ঝুঁকিতে থাকা জেলাসমুহ- নাটোর, লালমনিরহাট, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও যশোর। এসব জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে। আর রেড জোনে থাকা দুই জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ থেকে ১৯ শতাংশ।

পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে। এছাড়া সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *