অন্যান্য

তালেবানকে নবীজির আদর্শে সরকার গঠনের আহ্বান মুসলিম স্কলারদের

তালেবানকে নবীজির আদর্শে সরকার গঠনের আহ্বান মুসলিম স্কলারদের

বিশ্বের প্রভাবশালী আলেমদের নিয়ে গঠিত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস তালেবানকে সরকার পরিচালনায় নবীজির (সা.) আদর্শ ও খোলাফায়ে রাশেদীনের পদাঙ্ক অনুসরণের আহ্বান জানিয়েছে।

সংগঠনটি এ আহ্বান জানায় স্থানীয় সময় রোববার তালেবান নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে।

মুসলিম স্কলারদের নিয়ে গঠিত এ সংস্থাটি আশা করছে শুরা প্রণয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, র ক্তপাত রোধ, স্বাধীনতা ও সম্মানবোধ নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস তালেবান সরকারের প্রধান মুহাম্মাদ হাসান আখুন্দকেও ওই বিবৃতিতে পৃথকভাবে অভিনন্দন জানায়।

সংগঠনটি আশা করে আফগান জনগণ ও তালেবান তাকে সরকার প্রধান নির্বাচন করে যে আস্থা রেখেছেন তিনি তা পূরণ করবেন। তারা মনে করেন ভ্রাতৃপ্রতীম আফগান জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং তাদের উচ্চাকাঙ্খা বাস্তবায়নে মুহাম্মাদ হাসান আখুন্দ সফল হবেন।

আরও সংবাদঃ তালেবানকে নবীজির আদর্শে সরকার গঠনের আহ্বান মুসলিম স্কলারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *