অন্যান্য

চট্টগ্রামে ওষুধের দাম বেশি নিলেই ফোন করুন পুলিশের হটলাইনে

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি ও ওষুধ মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হটলাইন চালু করেছে সিএমপি। সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর যেকোন ফার্মেসিতে করোনা ভাইরাসের ওষুধ বা অন্য কোন রোগের ওষুধের দাম নির্ধারিত মূল্যের চেয়ে যদি বেশি নেয় তাহলে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা এই হটলাইনে ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০ যোগাযোগ করবেন।

আরও জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীতে করোনা প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ওষুধের মূল্য কোন কোন ফার্মেসিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে। আগামীতে কেউ যদি ফোনে অথবা সরাসরি এরকম অভিযোগ করেন তাহলে দ্রুত কঠোর ব্যবস্থা নেবে সিএমপি।

ইতোমধ্যে হাজারি লেনসহ বিভিন্ন ওষুধের ফার্মেসিতে অভিযান পরিচালানা করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন ফার্মেসি এলাকায় ওষুধ মজুদ ও মূল্য বৃদ্ধি সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে এ ব্যাপারে নগরবাসীর সহযোগিতা কামনা করছে সিএমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *