ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী জব্দ করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়া মাত্রই ঢাকাগামী সকল যাত্রীবাহী গাড়ী জব্দ করছে মিরসরাই উপজেলা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। আজ বিকাল সাড়ে পাচটা থেকে যাত্রীবাহী গাড়ী জব্দ করা হচ্ছে।

হঠাৎ করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরো কঠোর হচ্ছে প্রশাসন। করোনার বিস্তার রোধে নতুন নতুন পদক্ষেপ গ্রহন করছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন সিদ্ধান্ত আসে হাইওয়ে পুলিশের কাছে। চট্টগ্রামের যাত্রীবাহী কোন গাড়ী ঢাকায় যাবে না। নির্দেশ পাওয়ার সাথে সাথে দ্বায়িত্ব পালনে মাঠে নামে যোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। জব্দ করেন বেশ কয়েকটি প্রাইভেটকার, মাইক্রো ও হাইচ গাড়ী।

যোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হুসাইন জানান, ঢাকায় একদিনে ১৮ জন করোনা আক্রান্ত রুগি সনাক্ত হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা মুখি সকল গাড়ি জব্দ করার নির্দেশ এসেছে। নির্দেশ পাওয়া মাত্রই আমরা যাত্রীবাহী গাড়ী গুলোর গন্তব্য যাচাই করছি এবং ঢাকা মুখি গাড়ী গুলো আপাদত জব্দ করছি।

হাইওয়ে পুলিশের নিজস্ব কোন মাঠ না থাকায় জব্দ কৃত গাড়ী গুলো একটি পেট্রলপাম্পে রাখা হচ্ছে। তবে কোন মামলা দেওয়া হচ্ছে না পরবর্তী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *