অন্যান্য

ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে চট্টগ্রামে বিশেষ অভিযান শুরু

ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে চট্টগ্রামে বিশেষ অভিযান শুরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চট্টগ্রাম নগরে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে। নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।

জানা গেছে, ‘বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক প্রচারাভিযান’ শিরোনামে বুধবার সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে নালায় লার্ভিসাইড ওষুধ ছিটানো হবে। ফগার মেশিন দিয়ে এডাল্টিসাইড ওষুধ ছিটানো হবে বিকেল ৫টার পর থেকে।

এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মোরশেদ আলম, হাসান মুরাদ বিপ্লব, চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাসেম প্রমুখ।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *