খেলাধুলা

‘চ্যাম্পিয়ন’ মেসি পেলেন গোল্ডেন বল ও গোল্ডেন বুট

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এটাই হয়তো নিজের ক্যারিয়ারের কোপা আমেরিকার শেষ আসর। ব্রাজিলে অনুষ্ঠিত হয়ে যাওয়া ৪৭তম কোপা আমেরিকার আসরটা রাঙালেন যেন মেসি নিজ হাতেই।

ব্রাজিলের বিপক্ষে ফাইনালে নামার আগে থেকেই জানা ছিল, চ্যাম্পিয়ন হতে পারুন আর না পারুন- ব্যক্তিগত সেরা দুটি অর্জন মেসির হাতেই উঠতে যাচ্ছে। ফাইনালসহ মোট ৭টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন তারকা। এর মধ্যে ৫টিতেই ম্যাচ সেরা।

গোলও করেছেন সর্বোচ্চ চারটি। অ্যাসিস্ট করেছেন ৫টি। তার নিকটে থাকা লওতারো মার্টিনেজ ফাইনালে গোল পাননি।

সুতরাং, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল যে মেসিই পেতে যাচ্ছেন, তা ছিল অনুমেয়। অবশেষে সেটাই হলো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং সর্বোচ্চ গোলদাতা- দুটো সেরা পুরস্কারই উঠলো মেসির হাতে।

নেইমারদের কাঁদিয়ে প্রথমবারের মতো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ লাভ করলেন লিওনেল মেসি।

দীঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে দলকে এনে দিলেন সেই কাঙ্খিত কোপা আমেরিকার ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *