খেলাধুলা

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর সংকেত ব্রাজিল প্রেসিডেন্টের

কোপা আমেরিকার ফাইনালে আগামী রোববার মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দল ও দেশের মধ্যে। সেই উত্তাপ আরও ছড়িয়ে পড়ল ব্রাজিল প্রেসিডেন্ট বোলসোনারোর এক মন্তব্য। ফাইনালের আগেই যেন রীতিমতো আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন তিনি।

ব্রাজিল প্রেসিডেন্ট বোলসোনারো আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে হুমকি দিয়ে বলেছেন, আর্জেন্টিনাকে ব্রাজিল অন্তত ৫-০ গোলে হারাবে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দক্ষিণ আমেরিকান নেতাদের এক ভার্চুয়াল সম্মলনে হাসতে হাসতে এই খোঁচা দেন বোলসোনারো। খবর- মার্কা

ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বোলসোনারো আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, আমি তাকে বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই আগামী শনিবার মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে আমাদের দুই দেশের মধ্যকার যে দ্বৈরথ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে অন্তত ৫-০ গোলে জিতবে আমার দেশ।

প্রায় ১৪ বছর পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। রোববার (১১ জুলাই) ব্রাজিল রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার (১১ জুলাই) সকাল ৬টায় মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।

এর আগে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল ফাইনাল নিশ্চিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কৃতিত্বে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ব্রাজিলের সঙ্গী হয় মেসিবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *