অন্যান্য

চিকিৎসক পুলিশসহ মিরসরাইয়ে একদিনেই করোনা আক্রান্ত ২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে চিকিৎসক, প্রকৌশলী, পুলিশসহ নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৪ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সূত্রে জানা গেছে, গত ২৩ জুন পাওয়া রিপোর্টে মিরসরাইয়ে ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, ১ জন স্বাস্থ্য সহকারী, উপজেলা প্রকৌশলী, জোরারগঞ্জ থানার ৪ জন পুলিশ উপ-পরিদর্শকও রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, মিরসরাইয়ে সর্বমোট ৭২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। হাসপাতালে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *