অন্যান্য

চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন কিশোরী

রাউজানের চারতলা ভবনের ছাদ থেকে পড়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন কিশোরী।

২৬ ডিসেম্বর (শনিবার) সকাল ৭ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাটের ভূমি মসজিদের পশ্চিমে হাজী নাছির ভবনে এই দূর্ঘটনাটি ঘটে।

রহস্যজনক এই দূর্ঘটনায় পতিত কিশোরীর নাম। জোহরা আকতার(১৬)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আটিয়া মামুদপুর গ্রামের মো. মোস্তফা মিয়ার কন্যা এবং আটিয়া মামুদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

আহতের ভাবী তাসলিমা আকতার জানান,  আমার স্বামী রফিকুল ইসলাম ব্যুরো বাংলাদেশ পথেরহাটের ব্রাঞ্চের কর্মকর্তা (এসটিও)। স্বামীর চাকরির সুবাদে বিগত দুইমাস পূর্বে আমরা পথেরহাটের এই ভবনে উঠি। গত শনিবার আমার শাশুড়ি ও ননদ এখানে বেড়াতে আসেন।

আজ রাতে বাড়ি চলে যাওয়ার জন্য বাসের টিকেট করা হয়েছে। সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলাম এমতাবস্থায় শুনি আমার ননদ ছাদ হতে পড়ে গেছে। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে পড়েছে তা বুঝতে পারছি না।

তবে, তিনি দাবী করেন তার ননদ মানসিক রোগী ছিল। ছাদে রিলিং থাকা স্বত্ত্বেও একজন ১৬ বছরে কিশোরী কিভাবে পড়ে যেতে পারে এমন রহস্যময় প্রশ্নের ঘুরপাকে স্থানীয় বাসিন্দারা।

এই ব্যাপারে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হানিফ বলেন, এই বিষয়ে আমাদের কাছে কোন খবর আসে নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *