অন্যান্য

চান্দগাঁও আবাসিকে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রিল কেটে নিয়ে গেল স্বর্ণালংকার ও নগদ টাকা

চান্দগাঁও আবাসিকে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রিল কেটে নিয়ে গেল স্বর্ণালংকার ও নগদ টাকা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে নিয়ে গেছে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা।

চান্দগাঁও আবাসিকের বি-ব্লকের ৯ নম্বর রোডের ২১৯ নম্বর ভবনের ৫ তলার বাসায় এ ঘটনা ঘটে।

বাসার বাসিন্দা ফখরুল আলম মিটন জানান, ‘আমি এ বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকি। বৃহস্পতিবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে রাউজান গ্রামের বাড়িতে বেড়াতে যাই। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর বাড়ি থেকে এসে দেখি ভিতর থেকে দরজা লাগানো। জোরে ধাক্কা দেওয়ার পর ছিটকিনি পড়ে গিয়ে দরজার খুলে যায়। দেখি বাসার সব কিছু এলোমেলো। এক পর্যায়ে দেখতে পাই বাসার পশ্চিম পাশের জানালার গ্রিল কাটা। দা দিয়ে কুপিয়ে আলমারির দরজার ভেঙে ফেলা হয়েছে। আলমারিতে রাখা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা চোরের দল নিয়ে গেছে। নষ্ট করা হয়েছে অসংখ্য মূল্যবান জিনিসপত্র। আমরা যে বাড়িতে বেড়াতে গেছি তা দারোয়ান ছাড়া কেউ জানে না। দারোয়ানসহ আশেপাশের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।’

তিনি আরও জানান, ‘বৃহস্পতিবার অথবার শুক্রবার রাতে এ ঘটনা ঘটতে পারে। চান্দগাঁও আবাসিক চট্টগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকা। অথচ ভবন মালিক ও সোসাইটি পক্ষ থেকে এখানে কোন সিসি টিভি ক্যামেরা লাগানো হয়নি। যে কারণে এই আবাসিক এলাকা অরক্ষিত।’

এদিকে খবর পেয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মনিবুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের তৎপরতা শুরু করেছেন বলে জানান। এ ঘটনার রহস্য উদঘাটনে সকল ধরনের ‍প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও সংবাদঃ চান্দগাঁও আবাসিকে দুর্ধর্ষ চুরি, জানালার গ্রিল কেটে নিয়ে গেল স্বর্ণালংকার ও নগদ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *