বিশেষ প্রতিবেদন

চাঁদপুরে বালু মাটিতে চাষ হচ্ছে বিশ্বের সেরা ১৭ জাতের আম

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটার বালু মাটিতে বিশ্বের সেরা ১৭ জাতের আম চাষ করে চমক লাগিয়েছেন সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন। সম্পূর্ণ বালুর মধ্যে চাষ করা গাছে এখন ঝুলছে রং বেরংয়ের বিশ্বখ্যাত সব আম।

সাংবাদিক হেলাল উদ্দিনের আলোচিত ফ্রুটস ভ্যালি এগ্রোতে ১৭ জাতের আমের মধ্যে আছে বিশ্বসেরা আলফানসো, কেনসিংটন প্রাইড, অস্টিন, নামডকমাই, রেড আইভরি, কেইট, চিয়াংমাই, কিং অব চাকাপাত, থ্রিটেস্ট, তোতাপুরি, মিয়াজাকি, রেড পালমার, ব্রাজেলিয়ান পারপল, কাটিমন, ব্যানানা, গৌড়মতি, ব্ল্যাক স্টোন জাতের আম।

সম্পূর্ণ পরীক্ষামূলক চাষে সফল হলে নতুন আমের এসব জাত সারাদেশেই ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

সাংবাদিক হেলাল উদ্দিন আজ তাঁর এক ফেসবুক পোস্টে জানান, ‘সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করায় কিছু আমের চেহারা তেমন সুন্দর হয়নি। তারপরও ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্পের আম বাগানের নজরকাড়া দৃশ্য বর্ণনাতীত। সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে উচ্চ ফলনশীল বাহারী রংয়ের আম। অধিকাংশই এদেশে নতুন জাত। নজর কাড়বে যে কারো।’

‘মাটি নয়, পরিত্যক্ত ইটভাটার বালুময় জমিতে চাষ করা বিশ্বখ্যাত ১৭ জাতের রংবেরংয়ের আমের গাছে মাত্র দুই বছরেই প্রকল্পের চেহারা বদলে গেছে। পরিত্যক্ত ইটভাটায় এখন সবুজের সমারোহ,’ যোগ করেন তিনি।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে পরিত্যক্ত একটি ইটভাটায় বালু ভরাট করে সেখানে ফ্রুটস্ ভ্যালি এগ্রো স্থাপন করেন সাংবাদিক হেলাল উদ্দিন। শুরুর পর থেকেই পরীক্ষামূলকভাবে একের পর এক বিভিন্ন প্রজাতির ফলের চাষাবাদ শুরু করে ইতোমধ্যে চমক লাগিয়েছেন তিনি।

তাঁর বাগানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে স্ট্রবেরি ছাড়াও অনেক বিদেশি ফলের চাষ হচ্ছে।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *