অন্যান্য

চট্টগ্রাম মেডিকেলে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রাম মেডিকেলে আচমকা অভিযানে ৭ দালাল ধরা, ৫ জনের কারাদণ্ড, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে সাধারণ পোশাকে রোগীদের সঙ্গে মিশে যান একদল মানুষ। আলাদা করে তাদের চেনার কোনো উপায় নেই। চোখ-কান খোলা রেখে তারা শুধু দেখে যাচ্ছিলেন, সরকারি হাসপাতালটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালালচক্র সাধারণ রোগীদের কিভাবে হেনস্থা করে যাচ্ছে, কিভাবে নিরীহ রোগীদের নানা লোভ দেখিয়ে প্রাইভেট ক্লিনিক ও ল্যাবে নিয়ে যাচ্ছে।

ঘড়ির কাঁটা যখন ১০টার অতিক্রম করলো, ঠিক তখনই সাধারণ মানুষের বেশে থাকা লোকগুলো স্বরূপে আত্মপ্রকাশ করলো। পুরো চট্টগ্রাম মেডিকেলে মুহূর্তেই খবর রটে যায়, র‍্যাব-৭ এর টহল টিম অভিযান শুরু করেছে দালালদের বিরুদ্ধে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-৭ ও চট্টগ্রাম জেলা প্রশাসনের এই যৌথ অভিযানে সাত দালালকে হাতেনাতে ধরে সাজা ও অর্থদন্ড করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে পাঠানো হয়েছে কারাগারে।

অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ইসতিয়াক মোহাম্মদ ফরহাদ ও মো. মোমিন। তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ইকবাল মিয়াকে ২ মাসের কারাদণ্ড, বাদল দাসকে ২ মাসের কারাদণ্ড, মো. সালাউদ্দিনতে ১ মাসের কারাদণ্ড, রাসেল হোসেনকে ২ মাসের কারাদণ্ড এবং আবু জাফরকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের নেতৃত্বদানকারী র‍্যাব-৭ এর মেজর মোস্তফা জামান বলেন, ‘আমাদের কাছে খবর ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ থেকে ৪০ জন গ্রুপের একটি দালালচক্র সক্রিয় রয়েছে— যারা রোগীদের বিভিন্নভাবে হেনস্তা করে কম দামে ওষুধ, ডায়াগনস্টিক টেষ্ট করিয়ে দেওয়া, অন্য প্রাইভেট হাসপাতালে উন্নত চিকিৎসা, অন্য চিকিৎসকের কাছে ভালো চিকিৎসা হবে— এমন সব প্রলোভন দেখিয়ে রোগীদের বিভ্রান্তিতে ফেলে অন্য বেসরকারি হাসপাতাল ক্লিনিক না হয় ল্যাবে নিয়ে যায়। হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।’

মেজর জামান আরও বলেন, ‘রোববার সকাল ৭টা থেকেই র‍্যাবের টহল টিম সাধারণ পোশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেয়। তারা এ সময় পর্যবেক্ষণ করে কোন্ দালাল কোন্ রোগীকে প্রভাবিত করছে। পরে সকাল ১০টা থেকে অভিযান শুরু করে চিহ্নিত দালালদের ধরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ বলেন, ‘সাত দালালকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সকাল ১০টা থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আমাদের অভিযান শুরু করি। ভুক্তভোগী রোগীদের সাথে কথা বলি। তারা আমাদের জানায়, দালালদের মাধ্যমে বিভ্রান্ত হওয়ার বিভিন্ন ঘটনা। তবে হাতেনাতে ধরা দালালরা নিজেদের নির্দোষ দাবি করে আমাদের বলেন, তারা কোনো অপরাধ করেননি। তারা রোগীদের একটা নিদিষ্ট অংকের অর্থের বিনিময়ে গাইড দিয়ে থাকেন যে, কোন্ দোকানের ওষুধ ভালো এবং কোন্ ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা ভালো।’

মামনুন আহমেদ বলেন, ‘তবে ধৃত দালালদের সাথে কথা বলে মনে হয়েছে ওরা ওয়েল এক্সপিরিয়েন্সড (বেশ দক্ষ)। তাদের মোটিভেশন করার ক্ষমতা অনেক বেশি। তাদের কথা শুনলে যে কোনো রোগী তাদের প্রস্তাব মানতে বাধ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *