অন্যান্য

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য সুরক্ষায় মাঠে পুলিশ

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সুরক্ষায় মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (৭ ডিসেম্বর) নগরের হালিশহরের বড়পোল মোড়ে স্থাপিত ‘বজ্রকণ্ঠ ভাস্কর্য’ ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ঘিরে পুলিশকে টহল দিতে দেখা গেছে।

সিএমপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, জামালখান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, পুরাতন রেল স্টেশন প্রাঙ্গণসহ যেসব স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল ও মনুমেন্ট রয়েছে সেখানে পুলিশী টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সব থানার ওসিদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ খান জানান, পুলিশ সদর দফতরের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপির সব থানার ওসিরা মাঠে আছেন। ভাস্কর্য-ম্যুরাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *