চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।

চট্টগ্রামের বাঁশখালীতে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে জুবাইদা সুলতানা (৭), সানজিদা সুলতানা (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলার কাথরিয়া বাগমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল তিনটায় পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

নিহতরা ২ নম্বর ওয়ার্ডের বাগমারা মগিনী বাপের বাড়ির নানা আবুল বশরের বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়। তারা কাথরিয়া ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগমারা গ্রামের লোকমাইন্যার বাপের বাড়ির রেজাউল করিমের কন্যা। শিশুরা বাগমারা দলুমিয়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেন কাথরিয়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমিজ আহাম্মদ। তিনি বলেন, লোকমাইন্যার বাপের বাড়ির রেজাউল করিমের স্ত্রী কাউছার আক্তার ৩ দিন পূর্বে বাপের বাড়িতে বেড়াতে যান।

তার দুই কন্যা সন্তান জুবাইদা ও সানজিদা সকাল ১১ টার দিকে খেলতে গিয়ে কখন পুকুরে পড়ে যায় কেউ জানেন না।

দুপুর গড়াতেই রাস্তা-ঘাটে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজতে গিয়ে নানার বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, কাথরিয়া বাগমারায় দুই শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে লাশ দাফনের জন্য সরকারিভাবে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Leave a Comment