চট্টগ্রামে ডাকাত পুলিশের গোলাগুলিঃ ওসিসহ ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ডাকাত পুলিশের গোলাগুলিঃ ওসিসহ ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ১

ডাকাতদলের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ডাকাতদলের নেতা কামাল হোসেন (৩৩) প্রকাশ মদন কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত সর্দারের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল ও কনস্টেবল জিয়াউল হাসান।

উপজেলার সরফভাটা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে গ্রেপ্তার কামাল।

উপজেলার পদুয়া ইউনিয়নে মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার পদুয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশ সেখানে পৌঁছালে ৭-৮ জনের ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় তিন পুলিশ ও এক ডাকাত সদস্য আহত হন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল ঘিরে ফেলি। এ সময় ডাকাতরা আমাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে আমরাও পাল্টা গুলি শুরু করি। পরে ধাওয়া করে দুটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে অংশ নেওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার দায়ে তিনটি পৃথক মামলা করা হয়েছে।

Leave a Comment