অন্যান্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত ৯১ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা

চট্টগ্রামে করোনায় আজ (মঙ্গলবার) কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯১ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পাঁচটি ল্যাবের ৮০৯টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৯৮ জনে।

পাঁচটি ল্যাবের মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৫টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪০টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৭৮টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৩১টি ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৭ জন, চমেকে ৩৩ জন, চবিতে ৩৩ জন, ইম্পেরিয়ালে ২২ জন ও শেভরণে ৩৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৯১ জন নগরীর ও ৪২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *