চট্টগ্রামে আরও ১৬৭ জনের করোনা পজিটিভ, মোট আক্রান্ত ১১৯৩১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০৯ জন নগর ও ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১১৯৩১ জন।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৮ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭ জন, শেভরণ ল্যাবে ৫০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৯৬৫ টি। এর মধ্যে ৮৬ টি বিআইটিআইডিতে, ১৫০ টি সিভাসুতে, ২০৫ টি চমেকে, ১৯০ টি চবিতে,১৭৬ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ১৩৫ টি শেভরণ ল্যাবে এবং ২৩ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ার ১, বাঁশখালীর ৪, আনোয়ারার ১, চন্দনাইশের ৫, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১০ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪৩০ জন।

Leave a Comment