চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ পরিবহণ ডাকাত আটক

চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ পরিবহণ ডাকাত আটক

দুটি চাইনিজ কুড়াল ও একটি ছুরিসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭। তাদেরকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকা থেকে আটক করা হয়। এরা হলেন- মো. সালাউদ্দিন (১৯), ইশতিয়াক ফরহাদ ফাহিম (১৮), মো. মাঈনুদ্দিন (১৮), মো. সোহেল (১৮), ও মো. রহিত (২০)। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কর্ণফুলী এলাকায় কয়েকজন ডাকাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে, তখন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৫ ডাকাতকে আটক করেন। তাদের দেহ তল্লাশি করে দুটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের পরিবহণে ডাকাতি করে আসছিল।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও সংবাদঃ চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ পরিবহণ ডাকাত আটক।

Leave a Comment