চট্টগ্রামের ৫ মার্কেটে বসবে ভ্যাটের বুথ

চট্টগ্রাম নগরীর অভিজাত পাঁচ মার্কেটে রোববার থেকে ভ্যাটের বুথ বসবে। ভ্যাট দেয়া ও চালান সংগ্রহে ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি, নতুন ভ্যাট নিবন্ধন এবং রিটার্ন প্রদান সহজ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ক্রেতারা এসব বুথে ভ্যাট দেয়া ও চালান সংগ্রহ করতে পারবে।

ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, রোববার (৩০ মে) নগরীর ইউনেস্কো সিটি সেন্টার, সোমবার (৩১ মে) সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার (১ জুন) মিমি সুপার মার্কেট এবং বুধবার (২ জুন) আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে ভ্যাট বুথ বসিয়ে সেবা দেয়া হবে।

চট্টগ্রাম কাস্টস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ‌’ভ্যাট সেবা প্রদানে হয়রানিমুক্ত এবং ইএফডিকে জনপ্রিয় করতে আগামী সপ্তাহে নগরীর পাঁচটি অভিজাত মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করা হবে। ভ্যাট বুথে এসে ব্যবসায়ীরা ভ্যাট রিটার্ন জমা এবং নতুন ভ্যাট নিবন্ধন করতে পারবেন।’

Leave a Comment