চট্টগ্রামে আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা সাজ্জাদ করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন হালিশহরে অবস্থিত করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের প্রধান উদ্যোক্তা মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের মুখপাত্র অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, গতকাল (মঙ্গলবার) সাজ্জাদ ভাইয়ের শরীর খারাপ হলে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নমুনা পাঠানো হয়। কিছুক্ষণ আগে মেইলে ফলাফল এসেছে তিনি করোনা পজিটিভ।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি আমাদের আইসোলেশন সেন্টারে আছেন। জেনারেল হাসপাতালের ডাক্তার মিনহাজ নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তার ১০৩ ডিগ্রি জ্বর রয়েছে। করোনা সংক্রান্ত কিছু টেস্ট করা হয়েছে। সেগুলোর রিপোর্ট পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আইসোলেশন সেন্টারের প্রধান সমন্বয়ক নুরুল আজিম রনি বলেন, করোনাকালে চট্টগ্রামের জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সাজ্জাদ ভাই দিনরাত খেটে যাচ্ছেন। জনগণকে সেবা দিতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।

Leave a Comment