অন্যান্য

চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ নারীসহ ৭ জন নিহত

চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ নারীসহ ৭ জন নিহত

কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে চলন্ত মাইক্রোবাস (নোহাগাড়ি) খাদে পড়ে  তিন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে।

এদের একজন ঘটনাস্থলে বাকী ৬জন হাসপাতালে নেয়ার পর মারা যান বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতা চালানো চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন।

রবিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হল-হাজেরা বেগম(৫৫) স্বামী- ইসমাইল, রতন বিশ্বাস (৫০)পিতা: রাম মসাই, স্বার্থক রুদ্র (৪) পিতা: প্রদীপ রুদ্র. মধুমিতা (৪৫) স্বামী রতন বিশ্বাস উভয় সাং ডুলহাজারা ১নং ওয়ার্ড চকরিয়া, কক্সবাজার, পূর্ণিমা(৩০), প্রদীপ দাশ , রানী রুদ্র (৬০) স্বামী :সাধন রুদ্র উভয় সাধন পুর বাশখালী চট্টগ্রাম।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট নোহাটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে স্পটে মৃত অবস্থায় পায়। বাকিদের বিপদাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে আরো ৬জনের জনের মৃত্যু হয়।

আরও সংবাদঃ চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ নারীসহ ৭ জন নিহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *