ঘুর্ণিঝড় ইয়াস এর রেশ না কাটতেই পতেঙ্গা সৈকতে মানুষের ঢল

ঘূর্ণিঝড় ইয়াস এর রেশ কাটতে না কাটতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ঢল নামে।

বুধবার(২৬ মে) সকালে ইয়াস ভারতের ওড়িষায় আঘাত হানলেও চট্টগ্রামে তার তেমন কোন প্রভাব পড়েনি। আর ইয়াস এর প্রভাব কেটে যেতেই দুপুর থেকে হাজার হাজার মানুষের ঢল নামে পতেঙ্গা সমুদ্র সৈকতে। প্রচুর মানুষের ভীড় জমলেও সেখানে কারো মধ্যে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। বেশির ভাগের মানুষের মুখে ছিল না মাস্ক।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সাধারণ মানুষকে বারবার সরিয়ে দেয়ার চেষ্টা করলেও সন্ধ্যা পর্যন্ত মানুষের ঢল কমেনি। বরং ভীড় সামলাতে তাদের হিমশিম খেতে হয়।

পতেঙ্গা সৈকতে যাওয়া দর্শনার্থীরা জানান, তারা উত্তাল সাগর দেখতে এসেছেন। অনেকদিন পর সৈকতে আসতে পেরে তারা খুশি বলেও জানান। আবার কেউ কেউ পূর্ণিমা দেখতে এসছেন বলেও সিপ্লাসকে জানান।

দায়িত্বে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা বলেন, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বারবার দর্শনার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও তারা আবার ফিরে আসে। তবে তারা সী বিচ পয়েন্ট পরিস্কার পরিচ্ছন্ন রেখেছেন বলে জানান।

উল্লেখ্য মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন ধরে পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম বন্ধ রাখা হয়েছে।

Leave a Comment